babui
  • Home
  • about
  • Try Babui
  • FAQ

শিশুর মাইলস্টোন (৯ মাস)

6/24/2020

0 Comments

 
শারীরিক অগ্রগতি-
 
  • সাহায্য ছাড়াই বসতে পারা 
  • হামাগুড়ি দেওয়া
  • কিছু ধরার জন্য দুই হাত একসাথে ব্যাবহার করতে পারা 
  • মাথা ঘুরিয়ে আকর্ষণীয় কোন কিছু দেখা
  • বসায় বা নড়াচড়ায় আরও বেশী নিয়ন্ত্রণ অর্জন করে 
  • নিজেকে টেনে তুলতে চায় 
  • সামনে ঝুঁকে খেলনা তুলতে চায় 

মানসিক অগ্রগতি- 

  • গতিশীল বস্তুতে আগ্রহী হয় 
  • খেলনা বা কোন বস্তু দুই হাতে ধরে বা মুখে দিয়ে পরীক্ষা করতে চাওয়া  
  • নিয়মিত বই সামনে নিয়ে গল্প বলার অভ্যাস থাকলে এই সময় শিশু সাধারণত হাতে বই পেলে পাতা উল্টাতে চেষ্টা করে 
  • কোন বস্তু হাতে তুলে নেয়ার চেষ্টার সময় ভিন্ন ভিন্ন কৌশল চেষ্টা করে দেখে
  • কাছের এবংদূরের কিছুতে তুলনা করে 
  • বস্তুর আকার, গড়ন, ও স্পর্শ নিয়ে নিরীক্ষা করতে চায় 
  • চারপাশের পরিবেশকে মনোযোগ দিয়ে দেখে 
       




0 Comments



Leave a Reply.

    বাবুই চেষ্টা করুন

    অন্যান্য BabuiTip

    শিশুর সঙ্গে ঘরের কাজ 
    শিশুর বেড়ে উঠায় বাবার প্রভাব 
    গর্ভকালীন সময়ে বাবার ভূমিকা 
    ​বাবুই ইয়োগা 
    অনুভূতি 
    কতটুকু জানি 
    শিশুর খাদ্যভাস 
    নির্দিষ্ট আচরণ

    আচরণের অস্বাভাবিকতা
    শিশুর আত্মবিশ্বাসের ঘাটতি
    ​
    সবকিছুর জন্য কান্না ​
    শিশুর আত্মবিশ্বাস আর দক্ষতায় নিয়মিত সিদ্ধান্ত নেওয়ার চর্চা
    ​
    শিশুর বিবাদ এড়াতে আমরা যা করতে পারি।

    নতুন BabuiTip

    All

    আরও পড়ুন-  

    January 2022
    August 2021
    July 2020
    June 2020

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.
  • Home
  • about
  • Try Babui
  • FAQ