babui
  • Home
  • about
  • Try Babui
  • FAQ

বাবুইটিপ কী?  

শিশুর বেড়ে উঠায় প্রয়োজনীয় সাতটি জীবন দক্ষতাকে বাড়ীতে শেখার জন্য বাবুইটিপ। এই দক্ষতাগুলো শিশু শিখে মূলত তার প্রথম পাঁচ বছর বয়স পর্যন্ত তার চারপাশের মানুষের কাছ থেকেই।আরও জানতে চাইলে পড়ুন-         
Try Babui

বাবুইটিপ কে তৈরি করেছে?  

ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের তিনটি গবেষণার ফলাফলের উপর ভিত্তি করে বাবুইটিপ তৈরি করা হয়েছে। বাবুইর মতো অন্য যেসব প্রতিষ্ঠান এই টিপগুলো ব্যবহার করে তাদের মধ্যে উল্লেখযোগ্য বেজস ফ্যামিলি ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি।       

বাবুইটিপ কীভাবে কাজ করে?  

প্রতিটি শিশুর জন্য বয়স এবং অন্যান্য অনুষঙ্গের উপর ভিত্তি করে আলাদা বাবুইটিপ নির্ধারন করা হয় যা শিশুর অভিভাবকের কাছে হোয়াটস অ্যাপ বা ভাইবারের মাধ্যমে প্রতি সপ্তাহে পাঠানো হয়।একই মাধ্যমে অভিভাবক শিশুর অগ্রগতি বা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় পরামর্শ নিতে পারেন।     

পরামর্শ কে দেন? 

তিন জনের একটি ছোট দল যার দায়িত্বে আছেন সামান্থা ওয়াল্ট্রিপ। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। ভার্জেনিয়া, যুক্তরাষ্ট্র।      
Powered by Create your own unique website with customizable templates.
  • Home
  • about
  • Try Babui
  • FAQ