babui
  • Home
  • about
  • Try Babui
  • FAQ

শিশুর মাইলস্টোন (৩ মাস)

6/24/2020

0 Comments

 
শারীরিক অগ্রগতি-

  • উপুড় হয়ে থাকলে মাথা উচুতে উঠাতে শুরু করে এবং হাতে ভর দিয়ে শরীরকে উঠাতে চায়। শোয়া অবস্থায় (উপুড় বা চিৎ) পা ছড়িয়ে লাথি মারে
  • হাতের মুঠো বন্ধ ও খুলতে জানে 
  • পায়ের কাছে শক্ত কিছু থাকলে ধাক্কা দিতে শুরু করে
  • মুখে হাত দিতে চায়
  • মুখের সামনে ঝুলন্ত কিছুকে হাত দিয়ে ধরা বা আঘাত করতে চায় 
  • কোন বস্তু ধরে বা ঝাঁকায় 

দৃষ্টি এবং শ্রবণ অগ্রগতি- 
  • কারো মুখে গভীরভাবে তাকিয়ে থাকে
  • চলমান বস্তুকে দৃষ্টি অনুসরণ করে 
  • পরিচিত বস্তু বা কাছের মানুষের উপস্থিতি একটু দুরে থাকলেও বুঝতে পারে 
  • দৃষ্টি এবংশ্রবণের সামঞ্জস্যতা আসে, কোন কিছু ধরার সময় সেদিকে তাকাতে পারে।পরিচিত কণ্ঠ শুনে মুখে হাসি আসে 
  • মুখ দিয়ে শব্দ করতে চায় 
  • কিছু শব্দ অনুকরণ করতে চায় 
  • মাথা ঘুরিয়ে শব্দের উৎস খোঁজে 

মানসিক অগ্রগতি- 
  • মুখে হাসি দিয়ে সাড়া দেয় 
  • প্রাথমিক কেয়ারগিভার ছাড়াও অন্যদের সাথে খেলে এবং খেলা বন্ধ হলে কেঁদে ফেলতে পারে 
  • আগের তুলনায় শরীর এবং মুখ দিয়ে আরো বেশি কমুউনিকেশন্স করতে পারে 
  • কোন মুখভঙ্গি বা কিছুর নাড়াচাড়া অনুকরণ করা শুরু করে
0 Comments



Leave a Reply.

    বাবুই চেষ্টা করুন

    অন্যান্য BabuiTip

    শিশুর সঙ্গে ঘরের কাজ 
    শিশুর বেড়ে উঠায় বাবার প্রভাব 
    গর্ভকালীন সময়ে বাবার ভূমিকা 
    ​বাবুই ইয়োগা 
    অনুভূতি 
    কতটুকু জানি 
    শিশুর খাদ্যভাস 
    নির্দিষ্ট আচরণ

    আচরণের অস্বাভাবিকতা
    শিশুর আত্মবিশ্বাসের ঘাটতি
    ​
    সবকিছুর জন্য কান্না ​
    শিশুর আত্মবিশ্বাস আর দক্ষতায় নিয়মিত সিদ্ধান্ত নেওয়ার চর্চা
    ​
    শিশুর বিবাদ এড়াতে আমরা যা করতে পারি।

    নতুন BabuiTip

    All

    আরও পড়ুন-  

    January 2022
    August 2021
    July 2020
    June 2020

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.
  • Home
  • about
  • Try Babui
  • FAQ