babui
  • Home
  • about
  • Try Babui
  • FAQ

শিশুর মাইলস্টোন (২-৩ বছর)

6/24/2020

0 Comments

 
শারীরিক অগ্রগতি-  

  • দুপায়ে লাফ দিয়ে এগোতে পারে 
  • ​শিশু পার্কের স্লাইড দুই/ ধাপ উঠানামা করতে পারে
  • তিন চাকার সাইকেলে প্যাডেলে চাপ দিয়ে  চালাতে জানে
  • সিঁড়িতে কারো হাত ধরে উঠানামা করে
  • কোনকিছু ধরে রেখে এক পায়ে সোজা হয়ে দাড়িয়ে থাকতে পারে 
  • উল্টো পিছনদিকে হাটতে পারে 
  • হাটতে হাটতে খেলনা টানা বা ঠেলে নেয়ার ক্ষমতা অর্জন করে 
  • বল ছুড়ে মারা, লাথি মারা এবং দুই হাতে লুফে নিতে জানে 
  • পায়ের আঙ্গুলে দাড়াতে পারে

বিভিন্ন অঙ্গের অগ্রগতি-  

  • এক ইঞ্চির খেলনার ব্লক বা বাক্স পর পর চার থেকে ছয়টি একটির উপর আরেকটি সাজিয়ে রাখতে পারে 
  • ছবি আকার ক্রেয়ন পেন্সিল দেখিয়ে দিলে আঙ্গুল দিয়ে ধরতে পারে    
  • দেখিয়ে দিলে মোটা সূতা বড় পুতি জাতীয় বলে  (তসবির চাইতে বড়) ঢুকিয়ে মালা গাঁথতে পারে 
  • শিশুদের জন্য নিরাপদ কাগজ কাটার প্লাস্টিকের  কাঁচি ব্যাবহার করতে পারে 
  • সমান্তরাল বা খাঁড়া রেখা অথবা বৃত্ত অনুকরণ করে আঁকতে পারে 
  • অন্যের সামান্য সাহায্যেই দাঁত ব্রাশ করা বা চুল আঁচড়াতে জানে 
  • নিজের প্যান্ট টেনে উঠানামা করতে পারে 
  • পানির কল ঘুরিয়ে নিজের হাত ধোয়া
  •  আঙ্গুল দিয়ে চামচ ধরতে শেখে 

মানসিক অগ্রগতি-  

  • কল্পনানির্ভর কিন্তু কিছুটা জটিল খেলা খেলতে পছন্দ করে। যেমন ধরুন কোন একটি বাক্সকে এরোপ্লেন বা গাড়ী হিসেবে খেলা 
  • পুরনো স্মৃতি মনে করতে পারা এবং এ নিয়ে কথা বলা। 'অন্যদিন আমরা এটা করেছিলাম', 'অনেকদিন আগে আমি ওখানে গিয়েছিলাম' 
  • তিন বা চার টুকরোর পাজল মেলাতে পারা 
  • খেলনার ধরন, রঙ বা আকার হিসেবে শ্রেণিবদ্ধ করতে শেখা 
  • কারো সাহায্যে প্রিয় ছড়া এবং গান সুর করে গাইতে পারা
  • দুই ধাপের নির্দেশনা মেনে চলতে পারা। যেমনঃ 'তোমার জামাটা খুলে ওখানে ঝুলিয়ে রাখো'     

ভাষায় অগ্রগতি- 

  • পরিচিতদের কথা বুঝতে পারে, সঙ্গে নিজের অঙ্গ এবং প্রতিদিনকার ব্যবহ্রত বস্তুকে চিনতে পারে 
  • দুই বছরের মাথায় চারের অধিক শব্দ ব্যবহার করে বাক্য গঠন করতে পারে, এবং কথায় সাধারন ক্রিয়া যুক্ত করে (মা 'খায়')। তবে তিন বছর হলে সাধারণত দুইশর বেশী শব্দ শেখে 
  • যা শুনে তা কয়েকবার করে বলতে থাকে 
  • 'এটা কী', 'কেন'র মতো প্রশ্ন করতে থাকে 
  • কথায় বহুবচন ব্যবহার করে। 'পাখিরা', 'আমরা'         

সামাজিক আচরণের অগ্রগতি- 

  • অন্যদের অনুকরণ করে কিছু বলতে শেখে 
  • একা একা একটু আলাদা বসে খেলতে পারে
  • অন্যের সাহায্য ছাড়া যে কিছু করা যায়, সেটা বুঝতে পারে এবং চেষ্টা করে 
  • অন্যের বেধে দেয়া বিধিনিষেধকে চ্যালেঞ্জ করতে শুরু করে। নিয়ম ভাঙলে কী হবে সেটা দেখতে চায়
  • হতাশ হলে রেগে গিয়ে ভীষণ চিৎকার করে 
  • তিন বছরের কাছাকাছি সময়ে নিজের বিষয়গুলোকে প্রাধান্য দেয়া শুরু করে       ​
​
0 Comments



Leave a Reply.

    বাবুই চেষ্টা করুন

    অন্যান্য BabuiTip

    শিশুর সঙ্গে ঘরের কাজ 
    শিশুর বেড়ে উঠায় বাবার প্রভাব 
    গর্ভকালীন সময়ে বাবার ভূমিকা 
    ​বাবুই ইয়োগা 
    অনুভূতি 
    কতটুকু জানি 
    শিশুর খাদ্যভাস 
    নির্দিষ্ট আচরণ

    আচরণের অস্বাভাবিকতা
    শিশুর আত্মবিশ্বাসের ঘাটতি
    ​
    সবকিছুর জন্য কান্না ​
    শিশুর আত্মবিশ্বাস আর দক্ষতায় নিয়মিত সিদ্ধান্ত নেওয়ার চর্চা
    ​
    শিশুর বিবাদ এড়াতে আমরা যা করতে পারি।

    নতুন BabuiTip

    All

    আরও পড়ুন-  

    January 2022
    August 2021
    July 2020
    June 2020

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.
  • Home
  • about
  • Try Babui
  • FAQ